বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে রবিবার ১৪০ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।আটককৃতরা হলো, ১। শাহাদত হোসেন (২৫), পিতা-মোঃ আক্তারুল হোসেন, সাং-সোনাপুর, থানা – পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।২। আঃ জলিল (২৫), পিতা-মৃত হুরমত আলী মন্ডল, সাং- কাশিপুর, থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ এবং ৩। নাজমে আলম (৩২), পিতা-মৃত শামসুল আলম, সাং- ফুলবাড়ি উত্তর পাড়া, থানা-সদর, জেলা বগুড়ার বাসিন্দা।বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ইনচার্জ) আসলাম আলী পিপিএম এর তত্ত্বাবধানে এসআই আব্দুল কুদ্দস এর নেতৃত্বাধীন টিম এই সফল অভিযান পরিচালনা করে।