Logo




বগুড়ায় নতুন করে আরো ৮৮ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : সোমবার, ৮ জুন, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সোমবার জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮৭৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ জন, মৃত্যু হয়েছে ৮ জনের। বর্তমানে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৯৮ জন।

করোনা শনাক্ত দের মধ্যে ৬১ জন পুরুষ, ২৩ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। বগুড়ায় আক্রান্ত দের মধ্যে সদর উপজেলায় ৭৩জন, শাজাহানপুরে ৭জন, নন্দীগ্রামে ৩ জন, গাবতলীতে ৩ জন ও আদমদীঘিতে ২জন করোনা শনাক্ত হয়েছে ।

সোমবার ৮ জুন, শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার সবগুলো পরীক্ষার ফলাফলে ৫১ জন পজিটিভ ও টিএমএসএস এর ৬৭ টি ফলাফলে বগুড়ায় ৩৭ জন পজিটিভ আসে।

শজিমেক ও টিএমএসএসে উল্লেখযোগ্য করোনা পজিটিভ এলাকার গুলো হলো: জলেশ্বরীতলা, নাটাইপাড়া, চেলোপাড়া, সাবগ্রাম, উপশহর, বৃন্দাবনপাড়া, আটাপাড়া, টিএমএসএম, বাদুড়তলা, কাটনারপাড়া, সুত্রাপুর, শিববাটি, রামশহর, মালতিনগর, কলোনী, ফুলবাড়ী, লতিফপুর, কামারগাড়ী, নারুলি, নূরানীমোড় ,টিনপট্টি। বিষয়টি রাত ৯টায় একটি ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com