বগুড়ার শাজাহানপুরে বাড়ি নির্মাণ করাকে কেন্দ্র করে আবুল কাশেম(৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আজ সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার সাজাপুর দাঁড়িকামারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ বিষয়ে সোমবার আবুল কাশেম বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এতে শফিকুল ইসলাম ওরফে সার(৩৫) নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত উমর আলীর ছেলে।ঘটনার বিবরণে আহত আবুল কাশেম জানিয়েছেন, ‘শফিকুল ইসলাম দাঁড়িকামারিপাড়া গ্রামে আমার জমি ঘেঁষে একটি বাড়ি নির্মাণ কাজ করছেন। এই বাড়ি নির্মাণ হলে বাড়িটি থেকে আমার জমিতে পানি এসে পড়বে। পরবর্তিতে ওই ফাঁকা জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে সমস্যা হবে। এ বিষয়টি শফিকুলকে বলতে গেলে শফিকুল লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়েছে।বাড়ি নির্মাণে অভিযুক্ত শফিকুল সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট পরিমান জায়গা ছাড় দেয়নি।’এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই ওয়াহেদুজ্জামান জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।