Logo




সাড়া নেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : সোমবার, ৮ জুন, ২০২০

সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে আইসিইউতে রয়েছেন তিনি।মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় জানান, তিনি এখনো ভেন্টিলেশনে আছেন। রোববার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি হলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।পহেলা জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেখানে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে। এতে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com