বগুড়ার সদরের গোকুল ইউনিয়নের দক্ষিনপাড়ার মৃত আব্দুস সাত্তার আকন্দ এর ছেলে খড়ি ব্যবসায়ী সবুজ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের ঘরের টিনের চালা সহ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে অনুমান লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সবুজ মিয়া জানান,গত সোমবার রাতে ঘূর্নিঝড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা, আসবাব পত্র সহ অনুমান এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়।তিনি সদর উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জরুরীভাবে সরকারীভাবে সাহায্যে সহযোগীতা করে তার পাশে দাঁড়ানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন।