বগুড়ার শাজাহানপুরে স্থানীয় সড়ক দখলে বাধা দেওয়ায় আবদুল মজিদ (৫৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার উপজেলার সাজাপুর কাটনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবদুল মজিদ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আহতের ছেলে আলী রেজা শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্তরা হলেন, আবদুস সাত্তার(৪৫), আবু বক্কর(৩২), গোলাম মোস্তফা(২৯), আরাফাত হোসেন(২০) ও আবদুল হামিদ(২৬)।
অভিযোগে বলা হয়েছে, আহত আবদুল মজিদের বাড়ির সামনে স্থানীয় সড়কের কিছু অংশ দখল করে বাড়ি নির্মাণ করছিলেন অভিযুক্তরা। এ সময় আবদুল মজিদসহ অন্যান্য গ্রামবাসি বাধা দিতে যায়। এরই এক পর্যায়ে লাঠিসোটা ও ইট দিয়ে আবদুল মজিদকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ।
আহতের ছেলে আলী রেজা জানান, স্থানীয় সড়ক দখল চেষ্টা ছাড়াও রাস্তার দুটি গাছ কেটে নিয়েছে অভিযুক্তরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঘটানাস্থল পরিদর্শনকারী এসআই সুশান্ত কুমার সাহা জানান, ‘হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে এসেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’