মহাস্থানের অদূরে বগুড়া সদরের গোকুলে ঘাতক ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বর্ণ শ্রমিক নেতা উজ্জ্বলের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল থাকা আরও ১ জন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার(৯ জুন) রাত সাড়ে ১০ টায় মহাস্থানের অদূরে গোকুল ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনে সোনাতলা থেকে বগুড়াগামী মোটরসাইকেল আরোহী ঢাকা-রংপুর মহাসড়কে উল্লেখ্য স্থানে পৌঁছা মাত্র পিছন থেকে আসা অজ্ঞাতনামা এক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তাদের বহনকৃত টিভিএস মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হয় আরও ১ জন।নিহত যুবক বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি দক্ষিনপাড়া গ্রামের মৃত বুলু সরদারের পুত্র উজ্জ্বল হোসেন(৩৫)। জানা যায় সে বগুড়া জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক।এ ঘটনায় আহত হয় মোটর সাইকেলে থাকা জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমান(৫০)। তাকে দ্রুত উদ্ধার করে (টিএমএসএস) রফাতু্ল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংবাদ পেয়ে তাৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ। পরে বগুড়া সদর থানার এস আই খোরশেদ আলম রবি সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে ১১ টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন। এঘটনায় রাস্তার দুই পাশে শতশত যানবাহন আটকা পড়েছিল। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
মন্তব্য