বগুড়ার শিবগঞ্জের পল্লীতে গভীর রাতে প্রেমিক- প্রেমিকা পালিয়ে বিয়ে করতে যাওয়ার সময় সক্রিয় যৌনদস্যুরা তাদের পথরোধ করে প্রেমিক কে বেঁধে রেখে, প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।শিবগঞ্জ থানা মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিহার ইউনিয়নের বিহার উত্তরপাড়া গ্রামের শাহ জাহান আলীর ছেলে ইউসুফ (১৯) ও একই গ্রামের ইনছান আলীর মেয়ে (১৮) এর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর প্রেক্ষিতে উভয়ের সম্মতিতে বিয়ে করার উদ্দেশ্যে গত ১০ জুন গভীর রাতে উপজেলার ছোট পনেরটিকা গ্রামে প্রেমিক ইউসুফ এর খালার বাড়িতে পায়ে হেঁটে ছোট পনেরটিকা গ্রামে যাওয়ার সময় বিহার-ফাঁসিতলা সড়কের মাদারতলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে বিহার পূর্ব পাড়া গ্রামের রায়হান আলীর ছেলে সজিব, বিহার বাগিচা পাড়া গ্রামের মুতল্লির ছেলে শিমুল ও বিহার পূর্ব পাড়া গ্রামের বেলাল হোসেন এর ছেলে নিশাদ তাদের পথ রোধ করে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে রাস্তার পার্শ্বে একটি নার্সারীর ভিতরে নিয়ে গিয়ে লম্পট শিমুল জোরপূর্বক ধর্ষণ করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ৩ যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।