বগুড়ার শিবগঞ্জে নদীতে ডুবে রাহুল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত রাহুল ওই গ্রামের রাজু মিয়ার ছেলে।
নিহতের স্বজনেরা জানিয়েছেন, আপন দুই ভাই রাহুল ও রোহান বৃহস্পতিবার সকালে করতোয়া নদীতে মাছ ধরতে যায়। রাহুলের ছোট ভাই রোহান। তার বয়স ১৩ বছর। মাছ ধরার এক পর্যায়ে তারা দুজনই নদীতে তলিয়ে যায়। সে সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে ফোন করে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা দুইজনকে উদ্ধার করে। পরে তাদেরকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। রোহান চিকিৎসাধীন রয়েছে।
শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশ) হরিদাস মন্ডল নদীতে ডুবে রাহুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।