Logo




সিংড়ায় করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত ব্যক্তির মৃত্যু

মোঃ এমরান আলী রানা, সিংড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

নাটোরের সিংড়ায় করোনা উপসর্গ নিয়ে অরুন কুমার দাস ওরফে অনিক (৫০) নামে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে রাজশাহীর চারঘাট উপজেলার গজেন্দ্রনাথের পুত্র।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর স্বজনরা নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

জানা যায়, অরিন ওরফে অনিক তিনদিন আগে ঢাকা থেকে সিংড়া পৌর এলাকার মাদারীপুর মহল্লায় তাঁর এক স্বজনের বাড়ি বেড়াতে আসে। সে ঔষধ কোম্পানিতে কর্মরত ছিলো বলে জানা যায়।
বৃহস্পতিবার সকালে তাঁর স্বজনরা করোনা উপসর্গ থাকায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করা হয়।
বিকেলে পুনরায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁক মৃত ঘোষনা করে। পরে মৃতের লাশ চারঘাট নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সর্দি,কাশি ও জ্বর নিয়ে তাঁর স্বজনরা মেডিকেলে নিয়ে আসলে নমুনা সংগ্রহ করে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বাসায় নিয়ে যায়, পরে বিকেলে পুনরায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com