Logo




হাজার ছাড়ালো বগুড়ায় করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ায় কোভিড-১৯ ভাইরাসে এ জেলায় প্রথম কেউ সংক্রমিত হওয়ার ৭১ তম দিন ১০ জুন আক্রান্তের সংখ্যা হাজার অতিক্রম করল। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার রাত ৯টার দিকে জেলার করোনা পরিস্থিতি অনলাইনে ব্রিফ করতে গিয়ে এ তথ্য জানান। এদিন জেলায় সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাবে মোট ২৫৮টি নমুনা পরীক্ষা করে ৮২টিতে পজিটিভ রেজাল্ট এসেছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৩৭জন করোনাভাইরাসে সংক্রমিত হলেন।

বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে ১০ জুন পর্যন্ত জেলায় মোট ১০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হলেও ৭ হাজার ৮৮৭টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। পরীক্ষিত নমুনার মধ্যে ১৩ দশমিক ১৪ শতাংশের করোনা পজিটিভ মিলেছে। তাদের মধ্যে এ পর্যন্ত শূন্য দশমিক ৯২ শতাংশ বা ৭৩ জন সুস্থ হয়েছেন আর ৮জন মৃত্যুবরণ করেছেন। যা মোট আক্রান্তের শূন্য দশমিক ১০ শতাংশ।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বুধবার সারা জেলায় ৪১৯টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা হয়েছে ২৫৮টি নমুনা। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ৫৯টি পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা বগুড়ার ৭০টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ২৩টি। নতুন করে আক্রান্ত ৮২জনের মধ্যে ৬৩জন পুরুষ, ১৭ নারী এবং বাদবাকি ২জন শিশু রয়েছে। তিনি জানান, বুধবার বগুড়া শহরে বাসিন্দাদের মধ্যে অধিকাংশেরই বাড়ি চুড়িপট্টি, নারুলী, নাটাইপাড়া, নামাজগড়, ঠনঠনিয়া ও জলেশ্বরীতলা এলাকায়। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com