করোনাভাইরাস বিস্তার রোধে বগুড়াকে জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক প্রশাসক ফয়েজ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় বগুড়া জেলার করোনা সংক্রমনের সংখ্যার উপর ভিত্তি করে এলাকাকে জোনিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী জাতীয় গাইডলাইন অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জোনিং এলাকা বিভাজনপুর্বক দ্রুত সিদ্ধান্ত দিবেন সিভিল সার্জন বগুড়া।
গত বুধবার সর্বশেষ সার্কুলার অনুযায়ী করোনাভাইরাসের বিস্তারের বিষয়টি মাথায় রেখে জোনিং এলাকা বিভাজনপুর্বক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সিভিল সার্জনকে দেওয়া হয়েছে। এখন কোন অঞ্চল লকডাউন করা হবে সেটা সিভিল সার্জন নির্ধারণ করবেন।
জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, সিভিল সার্জনের জোনিং এলাকা বিভাজনপুর্বক লকডাউনের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। সিভিল সার্জন সিদ্ধান্ত নিবেন কবে থেকে বগুড়ায় জোনিং এলাকা বিভাজনপুর্বক লকডাউন করা হবে।
এ বিষয়ে জানতে বগুড়ার সিভিল সার্জন মো. গওসুল আজিম চৌধুরীকে একাধিবার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি।