Logo




যৌন হয়রানির অভিযোগ করায় স্বামীসহ গৃহবধুকে পিটুনি

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : শুক্রবার, ১২ জুন, ২০২০

বগুড়ার শাজাহানপুরে যৌন হয়রানির অভিযোগ করায় এক গৃহবধুকে মারপিট করার অভিযোগ উঠেছে। এমনকি প্রতিবাদ করায় এই গৃহবধুর স্বামীকেও পিটিয়ে আহত করা হয়েছে। বর্তমানে তার স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার (১২ জুন) দুপুরে উপজলার মারিয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ।এ বিষয়ে শুক্রবার ভূক্তভোগি নারী(২৮) নিজে বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এতে অভিযুক্তরা হলেন, ইমিলা খাতুন(৩০), আবিয়া বেগম(৪০), হৃদয়(১৮), সাজু মিয়া(২৯), মিশু(২৮), রেবেকা খাতুন(৩৫), হাজেরা(৪০) ও হাতেম আলী (৪৮)। অভিযুক্তরা সবাই উপজেলার মারিয়া চরপাড়া গ্রামের বাসিন্দা।ভূক্তভোগি নারীর অভিযোগ, তিনি গোসল করার সময় অভিযুক্ত হৃদয় টিউবওয়েলপাড়ে বসে তাকে উত্তক্ত্য করতো ও টিনের বেড়ায় একটি ফুটো করে তাকে দেখতো। হৃদয় মাঝে মাঝেই এমন করতো। শুক্রবার দুপুরে ভূক্তভোগি নারী গোসল করছিলেন। এমন সময় অভিযুক্ত হৃদয় টিউবওয়েলপাড়ের টিনের ফুটো দিয়ে তাকে দেখছিলেন। গোসল শেষে তিনি হৃদয়কে এ বিষয়ে বলতে গেলে হৃদয় সহ তার পরিবারের সময় তাকেই গালিগালাজ করে। এক পর্যায়ে লাঠিসোটা দিয়ে এই গৃহবধুকে মারধর করে অভিযুক্ত সবাই। এ সময় গৃহবধুর স্বামী এগিয়ে আসলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তারা নিরাপত্ত্বাহীনতায় রয়েছেন।এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্বভ হয়নি।শাজাহানপুর থানার উপ-পরিদর্শক(এসআই) শামীম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com