বগুড়ার শহরতলীর আকাশতারা এলাকায় দূর্বৃত্তরে অর্তকিত হামলায় শাকিল নামের এক বালু ব্যাবসায়ী নিহত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানা পরকীয়া প্রেমঘটিত ব্যাপরে সে খুন হতে পারে। শাকিলের বিরুদ্ধে সদর থানায় ২টি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার বেলা ১১ টার দিকে শাকিল এবং তার এক বন্ধু মটরসাইকেল যোগে নজি বাড়ী সাবগ্রাম তালপট্রিতে ফিরছিল। পথেই আকাশতারা মোবাইল টাওয়ারের পার্শ্বে একদল সন্ত্রাসী তার মটর সাইকেলেও গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসি তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ বলছে নিহত শাকিল চিহিৃত সন্ত্রাসী এবং পরকিয়ার জেরে খুন হতে পারে। স্বজনরা এ ঘটনার বিচার দাবি করেছেন।