বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া বন্দরের সুচি টেলিকম সেন্টারে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (১২্ই জুন) নামাজের সমায়ে এঘটনা ঘটে। বিল্ডিং এর ক্যাপসিবল গেইট দিয়ে ঢুকে হাটবোর্ড ভেঙ্গেও ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ৩লক্ষ ৫০হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়।সরজমিনে দেখা গেছে, মাঝিড়া এমপি গলির সামনে ৩তলা বিল্ডিং এর নিচের তলাতে সুচি টেলিকম মোবাইল সেন্টার আর উপরের ভাড়াটিয়া দুই জন। মিজানুর রহমান ও মাহমুদুল হাসান দুইজন ভাড়াটিয়া এখানে থাকেন মিজানুর রহমান প্রাইভেট শিক্ষক এখানে প্রাইভেট পড়ানও মাহমুদুল হাসান একজন আইটিসি শিক্ষক।সুচি টেলিকম সেন্টারের প্রোপাইটার সাইদ হোসেন জানান, প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার তাই দুপুর ১২টা৩০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই গোসল সেরে নামাজ পড়ে খাবার খেয়ে ৩টার দিকে এসে দেখি অন্যরকম আবস্থা। একটু পরেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এখন পর্যন্ত কোনকিছু জানাযায়নি।