গাইবান্ধার ফুলছড়িতে গত বৃহষ্পতিবার উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য ডেপুটি স্পীকারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার গাইবান্ধা প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করেছে দু’পক্ষ। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সাধারণ বরাদ্দের টিআর ও কাবিখার প্রকল্প সংক্রান্ত বৈঠকে টিআর, কাবিখা প্রকল্পের ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটে।ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার পক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরা সংবাদ সম্মেলনের আগে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তি দাবী করেন।লিখিত বক্তব্যে ফুলছড়ি সদর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল ও কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া বলেন, ওই দিনের সভায় উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ বরাদ্দকৃত প্রকল্পের শতকরা ৮০ ভাগ ইউনিয়ন পরিষদকে দিয়ে বাকী ২০ শতাংশের প্রকল্প একাই দাবী করেন। যা নিয়ম বহির্ভুত। তিনি অহেতুক ডেপুটি স্পীকার সম্পর্কে অশালীন মন্তব্য করেন। উপস্থিত ভাইস চেয়াম্যান, সকল ইউপি চেয়ারম্যানরা এর প্রতিবাদ করলে তিনি বাইরে বের হয়ে আবারও গালিগালাজ শুরু করেন। আগে থেকে নিয়ে আসা বহিরাগত লোকজন জনপ্রতিনিধিদের লাঞ্ছিত করার জন্য হামলা চালায় ও ইঁট পাটকেল ছুঁড়তে শুরু করে। তারা নির্বাহী অফিসারের কক্ষ সংলগ্ন চেয়ার , ফুলের টবসহ নানা আসবাবপত্র ভাংচুর করে। পরে সেলিম পারভেজের নেতৃত্বে মিছিল থেকেও ডেপুটি স্পীকারের বিরুদ্ধে আপত্তিকর শ্লোগান দেয়া হয়। তিনি উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক ও ফৌজদারী ব্যবস্থা গ্রহনের দাবী জানান। ভাইস চেয়ারম্যান হুকুম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম এবং ইউপি চেয়ারম্যানরা তাদের বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও তার লোকজনের সন্ত্রাসী আচরনের তীব্র নিন্দা জানান।দুপুরে পাল্টা সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ বলেন, ওইদিনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অপ্রপ্রচার চালানো হচ্ছে। তিনি পাল্টা অভিযোগ করেন সেদিনের সভা শেষে নিজ কার্যালয়ে যাবার সময় পরিষদের প্রশাসনিকভবনের বারান্দায় হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। অন্যদিকে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাহী অফিসারের কার্যালয়ের একজন কর্মচারীকে দিয়ে আওয়ামী লীগ কর্মী ও নিরীহ মানুষদের বিরদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দাখিলেরও প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন, একটি অপশক্তি এ সব ঘটাচ্ছে।
মন্তব্য