Logo




জীবিকার তাগিদে জীবনের আত্মসর্মপণ

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : শনিবার, ১৩ জুন, ২০২০

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত রুগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর সঙ্গে বাড়ছে করোনা রুগীর মৃত্যুর সংখ্যা ও উপসর্গে মৃত্যুর সংখ্যাটাও।
তবুও সাধারণ মানুষদের অবাধ চলাচল যেন মৃত্যুর কাছে আআত্মসর্মপণ করা তাদের।তবে করোনাভাইরাসের বিস্তাররোধে জেলায় গতকাল শুক্রবার ( ১২ জুন) থেকে ১৯ জুন পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার বগুড়ার ব্যবসায়ী নেতাদের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বগুড়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়েছিল।তবে জনসাধারণের প্রয়োজনে শুধুমাত্র ঔষধের দোকান, কাঁচাবাজার ও ফলমূলসহ জরুরি প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রাখা যাবে।কিন্তু শহরে জন-সমাগম সীমিত হলেও এর প্রভাব পড়েনি উপজেলা গুলোতে।শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার গিয়ে কথা হয় কয়েকজন চা দোকানির সাথে। তারা বলেন, ‘করোনার ভয়ে দোকান না চালালে পেট চলবে কিভাবে। কয়েকদিন বসে থাকলে ঘরে চাল ডাল থাকবে না।’চায়ের দোকানগুলোতে দেখা গেছে সামাজিক দূরুত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আড্ডাবাজি। একে অপরের সঙ্গে গল্পে মশগুল। কয়েক জন মাস্ক পড়ে আছে। তবে অনেকটা না পড়ার মতই। বলা যায় শুধু সঙ্গে মাস্কটা রেখেছে।রাস্তায় দেখা যাচ্ছে কর্মসংস্থানে যাওয়া মানুষদের অবাধ চলাচল। তারা মানছে না সামাজিক দূরুত্ব।ঠিক এমন অবস্থা অন্যান্য উপজেলাগুলোতেও। শেরপুর, গাবতলি উপজেলাতেও খোঁজ নিয়ে জানাগেছে শাজাহানপুরের মতই অবস্থা।শুক্রবার রাতে জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহীন জানিয়েছেন,‘গত ২৪ ঘন্টায় বগুড়ায় নতুন করে আরও ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এর মধ্যে পুরুষ ৩৩, নারী ১৩ ও ৫ জন শিশু রয়েছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেলে নমুনা পরীক্ষায় এই ফলাফল উঠে এসেছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১৮৬ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৬ জন। মোট মারা গেছেন ১১ জন।’এদিকে, জেলায় করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।বগুড়ার পরিস্থিতি অবণতির দিকে গেলেও সচেতন হয়নি সাধারণ মানুষ। অনেকের মনে ভয় ঢুকলেও তাদের প্রাণে ভয় ঢোকেনি। তাদের অবাধ চলাচল যেন করোনার কাছে আত্মসর্মপণ। পরাজিত সৈনিকের মত। অপরদিকে, কঠোর অবস্থানে নেমে পড়ার ইঙ্গিত দিচ্ছে জেলা প্রশাসন।শুক্রবারে বগুড়া শহরে মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৪ টি মামলা করা হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বগুড়ার সাতমাথা, স্টেশন সড়কসহ কয়েকটি জায়গায় জনগণকে সচেতন করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ১৪টি মামলা করা হয়। মামলায় গুরুত্ব বিবেচনায় ৩ হাজার ৯৫০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। যাদের মাস্ক ছিলনা তাদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্য বিধি অনুসরণ করতে উৎসাহিত করা হয়েছে।এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইনে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা পুলিশের সদস্যরা, পৌরসভার প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।নির্বাহী হাকিম জিএম রাশেদুল ইসলাম জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানার চেয়ে স্বাস্থ্যবিধিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণকে সচতেন করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com