বগুড়া সদরের ঠেঙ্গামারা নিবাসী ও গোকুল ইউনিয়ন পরিষদের ট্যাক্স কালেক্টর আজিজুল হক ঠান্ডা (৮০) গতকাল শনিবার রাত সাড়ে ১২ টার সময় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করিয়য়াছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) অদ্যই রবিবার বাদ জোহর তাহার নিজ বাসভবনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।জানাযার নামাজে মরহুমের আত্নীয় জন,শুভাকাংখী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মরহুম আজিজুল হক ঠান্ডার অকাল মৃত্যূতে তাহার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে তাহার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ,প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন,ইউপি সদস্য আলী রেজা তোতন,আইয়ুব খান,হবিবর রহমান,এমদাদুল হক দুলাল,সাজেদুল ইসলাম সুজন,রফিকুল ইসলাম সাজু,নজমল হোসেন মজো,সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হাজেরা বেগম,রুমি বেগম,তহমিনা বেগম,ইউপি সচিব আজমল হোসেন দুলাল,উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল,অফিস সহকারী সাইফুল ইসলাম প্রমুখ।