বগুড়ার শিবগঞ্জে ছাত্রলীগের ২ নেতা কোভিড-১৯ আক্রান্তর খবর পাওয়া গেছে। আক্রান্ত ছাত্রলীগ নেতারা হচ্ছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পদাক ওমর ফারুক রনি, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আরমান। উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের ২ নেতার শরীরে কোভিড-১৯ দেখা দিয়েছে। বর্তমানে তারা বাড়িতে আছেন। তবে তারা শারীরিক ভাবে সুস্থ্য আছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, করোনায় আক্রান্তদের বাড়ি লক ডাউন করা হয়েছে ও তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।
মন্তব্য