Logo




আজ বৈঠক, কে বসছেন আল্লামা শফীর চেয়ারে?

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : বুধবার, ১৭ জুন, ২০২০

ঐতিহ্যবাহী হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার শুরা কমিটির বৈঠক বসছে আজ। বুধবার (১৭ জুন) অনুষ্ঠিতব্য এ বৈঠকের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা ও মাদ্রাসার একাধিক শিক্ষক। এ বৈঠকে মাওলানা শাহ আহমদ শফীর উত্তরসূরি নির্বাচনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নেতা বলেন, রোববার সকালে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে এবং এজন্য শুরা সদস্যদের চিঠি পাঠানো হয়েছে।হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার শুরা কমিটির কয়েকজন বলেছেন, কয়েক মাস ধরে শফীর শরীর খুব একটা ভালো নয়। এরইমধ্যে চট্টগ্রাম ও ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এক সপ্তাহ কাটিয়ে শারীরিকভাবে খানিকটা সুস্থ বোধ করায় গত সোমবার (১৫ জুন) মাদ্রাসায় ফিরেছেন তিনি।তারা আরও বলেন, শফীর অসুস্থতার সময় আল্লামা জুনায়েদ বাবুনগরী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তখন মাদ্রাসার পরিচালকের পদ নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। তাই আজকের বৈঠকে এ বিষয়ে অর্থাৎ শফীর উত্তরসূরি নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com