বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন
মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১১টা পর্যন্ত বগুড়া জেলায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে মারা গেছেন ২ জন। এদের মধ্যে সোমবার রাতে মারা যান আদমদিঘী উপজেলার পল্লী চিকিৎসক আবু বক্কর সিদ্দিকী। মঙ্গলবার সকালে মারা যান শহরের রাজাবাজার এলাকার জুলফিকার আলী। করোনার আইসোলেশন সেন্টার বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক এটিএম নুরুজ্জামান সঞ্চয় বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাপাতালে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন জাকির হোসেন ও আলী হাসান নামের দুইজন মারা গেছেন।
একই হাসপাতালে সোমবার রাতে করোনার উপসর্গ নিয়ে ধুনটের চিত্তরঞ্জন নামের এক বৃদ্ধ মারা যান। একই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান আমদিঘীর চাঁপাপুর গ্রামের রাজিব কুন্ড নামের এক ব্যাংক কর্মকর্তা।