বগুড়া শিবগঞ্জ রায়নগর ইউনিয়নে গড়মহাস্থান বানারশি গ্রামের মৃত: আছাতুল্লাহ আকন্দ টেপার প্রথম পুত্র রবিউলের বাবা বাচ্চু আকন্দ (৮৭), শনিবার সকাল ৯ টায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। বাদ আছর গড়মহাস্থান বানারশি গ্রামে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের ইমামতি করেন মোকাতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ আমিনুর রহমান। মরহুমের মৃত্যু কালে তার তিন ছেলে, তিন মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণীজনকে রেখে গেছেন। এ সময় জানাযা নামাজে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম (বি.এ), গোলাম মোস্তফা নয়ন, এস ডাব্লিউ ব্রাদার্স এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াজির হোসেন তাবীব সনি, হাসান মিয়া, আবু বক্কর সিদ্দিক বাদশা, সাংবাদিক গোলজার রহমান, শফিকুল ইসলাম, শাহীন মিয়া, মিষ্টার মিয়া, হারুন মিয়া, সবুজ মিয়া, দেলায়ার হোসেন, রকি মিয়া, রেজাউল, জিল্লুর রহমান, ফটিক মিয়া, আলিম উদ্দিন, শাহজাহান আলী, সাংবাদিক সোহাগ মাহবুব সহ আত্নীয় স্বজন ও এলাকার মুসল্লীবৃন্দ।জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
মন্তব্য