Logo




বগুড়ার লাহিরীপাড়ার পাকুরতলা – রায়মাঝিড়া রাস্তার বেহাল দশা জনদূর্ভোগ চরমে

এস আই সুমনঃ স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : শনিবার, ২০ জুন, ২০২০

বগুড়া সদর উপজেলার লাহিরীপাড়া ইউনিয়নের বগুড়া – রংপুর মহাসড়কের চন্ডিহারা ( পাকুরতলা) – রায়মাঝিড়া রাস্তাটির বেহালদশা হওয়ায় জনগনকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত গুরুত্বপূর্ন রাস্তাটি দেড় যুগ পূর্বে মহাসড়ক থেকে পাকা করনের কাজ শুরুকরে ৮০০ মিটার রাস্তা পাকা হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়। এই ৩ কিলোমিটার রাস্তা পাকা নাহওয়ায় বর্ষাকালে কাদা গ্রীস্মকালে ধুলায় একাকার হয়ে জনসাধারণের চলাচলের অনউপযোগী হয়ে পরে। এই রাস্তাটির প্বার্শে মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ন হওয়ায় সরকার বগুড়া সদরের এই ক্লিনিকটির পূনঃ নির্মান কাজ শুরু করেছেন। কিন্তু নির্মান কাজের ঠিকদার এই রাস্তার কারনে নির্মান সামগ্রী পৌছাতে হিমশিম খাচ্ছে । এই রাস্তার প্বার্শে কয়েকটি ’ ছ ’ মিল,ফার্নিচার কারখানা, উত্তর মধুমাঝিড়া ঈদগাহ মাঠ,মসজিদ, ১০ হাজার মুরগীর পল্টি ফার্ম সহ বেশ কয়েকটি পল্টি ফার্ম, রাইচ মিল অবস্থিত। এই রাস্তাদিয়ে ছাত্র / ছাত্রীরা সাভাবিক ভাবে স্কুল কলেজে যাতায়াত করতে পারেনা। বিশেষ করে এই এলাকায় প্রচুর পরিমান সবজি চাষ হয়। সবজি সহ অন্যান্য কৃষিপণ্য বাজারজাত করার এই গুরুত্বপূর্ন রাস্তাটি চলাচলের অনউপযোগী হওয়ায়, এলাকার জনগন বিকল্প রাস্তা হিসাবে, উত্তর মধুমাঝিড়া -কোয়ালীপাড়া যেরাস্তাটি ব্যাবহার করত, সেই রাস্তাটিও সামান্য কিছু অংশ ইট নাবিছানোর কারনে চলাচলের অনউপযোগী হয়ে গেছে। দ্রত সময়ে রাস্তাটি পাকা করে এলাকাবাসীকে চরম দূর্ভোগ থেকে রক্ষা করার জন্য সচেতন এলাকাবাসী সংশিলিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com