Logo




শাজাহানপুরে অবৈধ ফার্মেসি ব্যবসায় হুমকিতে জনস্বাস্থ্য

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
আপডেট করা হয়েছে : রবিবার, ২১ জুন, ২০২০

বগুড়ার শাজাহানপুরে ওষুধ নিয়ন্ত্রন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলার বিভিন্ন অলি-গলিতে ব্যঙ্গের ছাতার মত যত্র তত্র গড়ে উঠেছে লাইসেন্সেবিহীন ফার্মেসি। আইনের কোন রকম তোয়াক্কা না করে শুধু ট্রেড লাইসেন্স নিয়ে চলছে ক্ষুদ্র ও মাঝারি আকারের ফার্মেসি ব্যবসা।রেজিস্টারকৃত চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপসন) ছাড়াই মাদকাসক্তারা চাওয়া মাত্রই অনেক ফার্মেসিতে বিক্রি করছে নেশা জাতীয় বিভিন্ন ওষুধ। এসব ফার্মেসির নেইকোন ফার্মাসিস্ট অভিজ্ঞতা সনদ আবার ফার্মাসি গুলিতে নিম্মানের নিষিদ্ধ ও নকল ওষুদের ছড়াছড়ি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে মালিক ওকর্মচারিরা নিজেরা ডাক্তারি করছে আর সেই সাথে প্রতাারিত অসহায় সাধারণ মানুষ।
শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এর কর্মকর্তা ডাঃ মোতারফ হোসেন জানান, প্রশাসনকে জানিয়ে মোবাইল কোর্ট পরিচালনার করতে হবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com