Logo




সাকিব বিশ্বসেরা বাবা: শিশির

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : রবিবার, ২১ জুন, ২০২০

সাকিব আল হাসান ছিলেন বিশ্বসেরাদের একজন। এখন অবশ্য হিসাবের বাইরেই থাকছেন। কারণ জুয়াড়িদের প্রস্তাব গোপন করতে গিয়ে গত বছরের অক্টোবর থেকেই তিনি নিষিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটে। এই সুযোগে পরিবারের সঙ্গেই সময়টা বেশি কাটছে।কিছুদিন আগেই ঘরে এসেছে আরেক রাজকন্যা। দুই মেয়েকে নিয়েই আনন্দে সময় কাটছে তার। বাবা হিসেবে সাকিব খুব কেয়ারিং। তাই আজ বিশ্ব বাবা দিবসে সাকিবকে শ্রেষ্ঠ বাবার স্বীকৃতি দিয়েছেন তার জীবনসঙ্গী শিশির।ইনস্টাগ্রামে রোববার (২১ জুন) এক পোস্টে সাকিবকে এ স্বীকৃতির সঙ্গে ব্যাখ্যাও দিলেন শিশির। দুই কন্যাসহ সাকিবের একটি ছবি পোস্ট করে শিশির লিখলেন, ‘এই পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের পুরোটা সময় দিতে তোমার যে প্রাণশক্তি সেটি অবিশ্বাস্য। দুই কন্যাকে দেখাশোনা করে তোমার রাত জেগে খাওয়ানো আর খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা সত্যিই অসম্ভব ব্যাপার। এছাড়া সব চাপ থেকে মুক্ত রাখতে সময় দাও। আমাকেও সময় দাও। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না আমি!’

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com