Logo
বগুড়া একদিনে আরও ১৩৬ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ায় নতুন করে ১৩৬জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ-৮৫জন, নারী-৪৪জন, শিশু-৭জন।এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ২৩৩০ জন। মোট মৃত্যু ৩৬ জন।

মঙ্গলবার দুপুরে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তরা  উপজেলাভিত্তিক- সদরে ৮৩, শাজাহানপুর ১৪, শিবগঞ্জ ১২, সারিয়াকান্দি ৪, সোনাতলা ২, শেরপুর ৮, কাহালু ৮, নন্দীগ্রাম ২, গাবতলী ২ এবং ধুনট ১ জন।

এদের মধ্যে ঢাকার ৫৪৮টি নমুনায় ৩৩জন পজিটিভ, শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ৩৮জন পজিটিভ, টিএমএসএস এর ১৫১ফলাফলে ৬৫জন পজিটিভ।

মন্তব্য

মন্তব্য

এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা
Theme Created By ThemesDealer.Com