বগুড়ার শাজাহানপুরে করোনার মাঝেও মাদকের ভয়াবহ ছোঁবলে আক্রান্ত শাজাহানপুর উপজেলাবাসি।
শাজাহানপুরে সাজাপুর মন্ডলপাড়া গ্রামের আফতাব(৫০) নিজেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আড়ল করে স্ত্রী এবং মেয়েদে দিয়ে মাদক ব্যবসা জমজমাট যেন এগুলো কেউ দেখছেনা। প্রশাসনকে কাটের চশমা পরিয়ে রেখেছে যেন কোন কিছু দেখতে না পারে। করোনা ভাইরাসের কারনে প্রশাসন ব্যস্ততার থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে হরদম হিরোইনও ইয়াবা ব্যবসা চালিয়ে আফতাব আলী ওরফে পিতারসহ পরিকারের সকলে।
অসুসন্ধানে জানাগেছে, আফতাব আলীর সহধর্মিণী প্রতিদিন সিএনজি রির্জাভ নিয়ে উপজেলার বিভিন্ন স্পটে হাতে হাতে হিরোইরও ইয়াবা পৌছিয়ে দেয়া হয়। মাদকের স্পট হিসেবে বেছে নিয়েছে ,রানিরহাট, শাবরুল বাজার, সাকপালা, ফুলতলা, বনানি বাজার, মাদলা, বি-ব্লক. আড়িয়া বাজার, নয়মাইল, দুবলা গাড়ীরহাট,এবং মাঝিড়া বন্দর মার্কেট। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে প্রশাসনের কতিপয় কিছু ব্যাক্তিকে সাদা পোশাকে তাদের সাথে সখতা গড়তে দেখা যায়।
শাজাহাপুর থানা পুলিশের (ওসি) তদন্ত কর্মকতা আমবার হোসেন জানান, করোনা ভাইরাসের জন্য সময় একটু ব্যস্ততার মাঝে কিন্তু মাদক বিরোধি অভিযান চলছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ধবংস করা হবে মাদক ব্যবসায়িদের।
শাজাহানপুর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যানও বগুড়া জেলা আ-লীগের যুগ্ন সম্পাদিকা হিফাযত আরা মিরা জানান, কয়েক দিন আগে অভিযান চালিয়ে কোন ব্যাক্তিকে পাওয়া যায়নি। তবে এব্যপারে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।