বগুড়ার শাজাহানপুর উপজেলায় তহমিনা আক্তার(১৩)নামের এক ৭ম শেনীর স্কুল ছাত্রীর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। নিহত তহমিনা মাঝিড়া আকন্দপাড়া মাছ ব্যবসায়ী তফের আলীর মেয়ে সে মাঝিড়া মডেল স্কুলের ছাত্রী ছিল। বুধবার(২৪শে জুন) বিকেলে গ্যাস চ্যাবলেট খেয়ে মৃত্য বরন করে। জানাগেছে, পারিবারিক ভাবে শাসন করাই সে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্য কোলে ঢলে পড়লে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যহয়। শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আজিম উদ্দিন জানান, এটা সদর থানায় ঘটনা তবে এবিষয়ে এখনো কোন মামলা হয়নি।