Logo




বগুড়ার চেলোপাড়ায় সোনালী ফ্লাওয়ার মিলস এর জেনারেল ম্যানেজার এর আত্মহত্যা না হত্যা

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : বুধবার, ২৪ জুন, ২০২০

বগুড়া শহরের চেলোপাড়ায় মেসার্স সোনালী ফ্লাওয়ার মিলস এর জেনারেল ম্যানেজার মোস্তফা আল মামুনের(৫৮)কে গলায় গামছা প্যাচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নিজ অফিসের বিস্রাম কামরা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মামুন চেলোপাড়ার মৃত ছইমুদ্দিনের ছেলে।এদিকে মামুনের পরিবার থেকে দাবী করা হয়েছে এটি পরিকল্পিত হত্যা। সোনালী ফ্লাওয়ার মিলস এর হিসাবরক্ষক একই কামরায় কর্মরত শুভ রায় জানান, দুপুর ২ টার দিকে তিনি কেতে যান। এসময় মামুন অফিসে ছিল।

মামুন প্রতিদিন দুপুরে খেয়ে পাশের কামরায় রেষ্ট নেয়।খেয়ে এসে তিনি অফিসে কাজ করছিলেন। অফিসের অন্য হিসাবরক্ষক বাবুর সাথে তিনি নামাজ পড়তে যান।
আজ নামাজের সময় হয় এলেও মামুন কামরা থেকে বের না হওয়ায় তারা গিয়ে কামরার দরজায় ধাক্কা দিলেও কোন সাড়া পাওয়া যায়নি। এসময় মামুনের মোবাইলে ফোন দিলেও ফোন ধরেনি। পরে বাবু গিয়ে জানালা দিয়ে মামুনকে গলায় গামছা প্যাচানো দেখে এলে মামুনের পরিবারকে ফোনদিয়া হয়। এরপর তাদের সামনেই লাত্থিদিয়ে দরজা খোলা হয়।মোস্তফা আল মামুনের ভাই মোস্তফা আল তাহরীন বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
বগুড়ার সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com