Logo




বগুড়ার শেরপুরে চোরাই প্রাইভেট কার উদ্ধার, গ্রেফতার ১

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই প্রাইভেট কার উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলেন- বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি গ্রামের মৃত বাবর আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)। বুধবার (২৪) জুন দুপুরে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে শহরের ধুনট মোড়ে একটি হোটেলের সামনে থেকে সাদা রংয়ের একটি প্রাইভেট কারসহ (খুলনা মেট্রো গ-১১-০২০৬) শফিকুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চোরাই প্রাইভেট কারটি বিক্রির জন্য তারা সেখানে অবস্থান করছিল।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, এ ব্যাপারে ধৃত শফিকুলসহ যশোর জেলা সদরের আরেক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com