অসহায় গরীব-দুঃখী পরিস্থিতির শিকার মানুষদের মাঝে একবেলার খাবার বিতরণ করেন ইয়ামাহা রাইডারস ক্লাব বগুড়া নামে এক বাইকিং সংগঠন। এসিআই মটরর্স ইয়ামাহা এর সহযোগিতায় উক্ত খাবার বিতরণনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা বাইক সেন্টারের কর্নধর আবু মোত্তালেব মানিক সাথে উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডারর্স ক্লাব বগুড়ার ওয়ারিয়র্স নাঈম ইসলাম, গ্রুপের মডারেটর সাব্বির হোসেন সহ গ্রুপের অন্যান্যো সদস্যরা।
গ্রুপের ওয়ারিয়র্স নাঈম ইসলাম জানায়,
এর আগে গত ০২/০৬/২০২০ তারিখে তারা ১০০ জন মনুষের মাঝে তারা খাবার বিতরণ করে। এবার তারা মোট ১২০ জন মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করে। তারা ভবিষ্যতে এরকম আরো মানুষদের পাশে দাঁড়াতে চান।