বগুড়ার শিবগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে সহপাঠীর হাতে খুন হলেন কিশোর হৃদয়।
জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের পার- আঁচলাই গ্রামের কৃষক আজাহার আলীর ছেলে কিশোর হৃদয় (১৫) ও সহপাঠীরা বোয়ালমারী ব্রীজ এর নিকট মাঠের ভিতরে ঘুড়ি উড়াতে থাকে। ঘুড়ি উড়ানোর এক পর্যায়ে হৃদয় ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেন এর ছেলে পিয়াস (১৭) এর মধ্যে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। এক পর্যায়ে পিয়াস তার হাতে থাকা ধারালো চাকু দ্বারা হৃদয়কে ছুরিকাঘাত করে। এতে সে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হলে সে মাটিতে লুটিয়ে পরে । এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) এসএম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, আমি বিষয়টি জানার পর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পিয়াসের মা পিয়ারা বেগম ও জাহাঙ্গীর আলম কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।