মঙ্গলবার দুপুর ১২টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে ১টি ফটোস্টেট মেশিন, ১টি ল্যাপটপ কম্পিউটার, ১টি ডেস্কটপ কম্পিউটার, ১টি প্রিন্টার, ২টি স্টিলের হেলানো চেয়ার এবং গোকুল বেহুলা বাসরঘর মেড়হাট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য যন্ত্রপাতি ও আসবাবপত্র সরবরাহ করা হয়।গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এসব যন্ত্রপাতি তুলে দেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য আলী রেজা তোতন, সাজেদুল ইসলাম সুজন, নজমল হোসেন মজো, মহিলা সদস্য রুমি বেগম, ইউপি সচিব আজমল হোসেন দুলাল, উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল সহ প্রমুখ।শেষে প্রধান অতিথি ছোট ধাওয়াকোলা গ্রামে কমিউনিটি ক্লিনিকের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজ পরিদর্শন করেন।