বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার দুপুরে অত্র ইউনিয়নের আওতাধীন ১৫০ টি পরিবারের মধ্যে সার্জিক্যাল মাক্স, হাত ধোঁয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ্ রিজু । এ সময় তিনি বলেন ,এই মহামারি সময়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং প্রয়োজন ছাড়া কেউ যেন বাসা থেকে বের না হই। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী হলে কেবল মাত্র আমাদের সচেতনতাই পারে এই দুর্যোগকালীন সময়ে সংক্রমণ কমাতে। তাই সবাইকে সাবধানতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আনিসুর রহমান, নাছিরুল ইসলাম মোঃ আবু তাহের, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার ও ট্যাগ অফিসার রায়নগর ইউপি, শিবগঞ্জ, বগুড়া। ইউপি সচিব রাসেল খান সহ অত্র ইউনিয়নের সকল সদস্য ও সদস্যাবৃন্দ।