Logo




বগুড়ায় ডাকাতি প্রস্তুতকালে ডিবি পুলিশের অভিযানে আটক ৪, ধারালো অস্ত্র উদ্ধার।

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টারঃ
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

বগুড়া জেলা গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের অভিযানে ৪ ডাকাতকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে।আটককৃতরা হলো, রুবেল(৩৯), পিতা-মৃত মন্টু খান, সাং-সূত্রাপুর রিয়াজ কাজী লেন, মাইনুল ইসলাম সজল (৪০), পিতা-শাহাদাত হোসেন, সাং-খান্দার ভিআইপি রোড, মনিরুল ইসলাম বারী(৪১), পিতা-মৃত আক্কেল আলী, সাং-সেউজগাড়ী আমতলা মোড় ও আল আমিন(৩২), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-চকসূত্রাপুর(কসাইপাড়া)।জেলা গোয়েন্দা ডিবি’র (ওসি) আছলাম আলী জানান, মঙ্গলবার (৩০জুন) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের সময় ধৃতদের আটক করে তাদের নিটক থেকে বগুড়া সদর থানাধীন চকসূত্রাপুর হাড্ডিপট্টি বাসষ্ট্যাণ্ড পাবলিক টয়লেটের দক্ষিণপার্শ্বে ফাঁকা জায়গায় ১টি লোহার তৈরী কুড়াল (চাইনিজ কুড়াল নামে পরিচিত), ১টি ধারালো লোহার ছোড়া, ১টি খাঁচকাটা লোহার রড, ১টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com