আজ সামাজিক সংগঠন জনলেোকের উদ্যোগে নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াশ হাটে কর্মজীবীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
জানাগেছে, গ্রামাঞ্চলে করোনা ভাইরাস সম্পর্কে মানুষ এখনো সচেতন না। বেশিরভাগ মানুস মানছে না স্বাস্থ্যবিধি। মানুষকে সচেতন করতে জনলোক নামের একটি সামাজিক সংগঠন হাটের চা বিক্রেতা, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, নাপিত, চাল বিক্রেতাসহ কর্মজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে মানুষকে সচেতন করে।
এ সময় উপস্থিত ছিলেন জনলোকের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মুক্তার হোসেন নাহিদ, বিয়াশ বহুমুখী যুব উন্নয়ন সংঘের সভাপতি জুলহাস হোসেন কায়েম, রইচ উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।