শুক্রবার বাদজুম্মা বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম গাবতলা জামে মসজিদ এর উদ্যোগে ইন্টারন্যাশনাল অফিস মেশিনস্ লিমিটেড (তোশিবা) এমডি আজাহার আলী এর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।দোয়া মোনাজাতে অংশ নেন অত্র মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক ও দক্ষিনপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, সহ-সভাপতি আ.হ.ম সাইফুল ইসলাম, সদস্য আব্দুল আজিজ, সারওয়ার হোসেন, সালজার রহমান, আনিছার রহমান, এমদাদুল হক, সিদ্দিক মন্ডল, মেহেদুল ইসলাম সুমন, শিমুল আহম্মেদ, হিরু মন্ডল, সাব্বির হাসান, শাহিনুর রহমান, রতন সরকার’সহ ৩শতাধিক মুসল্লীগন প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওঃ আবু সাইদ। উল্লেখ্য তোশিবা এমডি আজাহার আলী গত শনিবার ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরহুম আজাহার আলী গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়ন এর উজগ্রাম জানপাড় গ্রামের মৃত কোরবান আলী মন্ডলের পুত্র ছিলেন।