বগুড়ার শাজাহানপুরে পরিচয়হীন অজ্ঞাতনামা যুবক(৩২) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিচয় বিহীন লাশের পরনে থ্রি কোয়াটার্স হাফ প্যান্ট শরীরে ছিল লাল রং এর গেঞ্জি এবং সাদা ফুলহাতা শার্ট ছিল। শরীরের কোন অংশেই আঘাতের চিহ্ন নেয়। ৩ জুলাই ২০২০ইং(শুক্রবার) সকাল ১১টায় উপজেলার আশেকপুর ইউনিয়নের দামড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমপার্শ্বে রাস্তার সাইডে জমিতে থাকা হাটু পানিতে ভাসমান অবস্থায় লাশটিকে এলাকাবাসি দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পরবতির্তে শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি স্বার্বিক) আজিম উদ্দিনসহ অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্ত্তি এসময় ঘটনা স্থল পরিদর্শন আসেন। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের নাম ঠিকানা পরিচয় পাওয়া যায়নি।