গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের পলাশবাড়ি উপজেলার ডাকঘর এলাকায় আজ শনিবার (৪জুলাই) সন্ধ্যে ৬টায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত ও ১জন আহত হয়েছেন। নিহত দুইজন হলেন মুছা ও আকাশ এবং আহত যুবকের নাম সাগর। তাদের বাড়ী জেলার সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ির ডাকঘর এলাকায় সাদুল্যাপুরের বকশিগঞ্জ থেকে গাইবান্ধার দিকে আসতে থাকা তিন মোটর সাইকেল আরোহী কে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি রাস্তায় ছিটকে পড়লে চালক ও ১ আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আশেপাশের লোকজন মারাত্মক আহত অপর আরোহী সাগর মিয়া (২৭) কে দ্রুত গাইবান্ধা জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি সাদুল্যাপুর উপজেলার ধাপের হাটের বকসী গঞ্জের সালাম মিয়ার ছেলে। কর্তব্যরত চিকিৎসক রিপন কুমার জানান, আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য