বগুড়ার শাজাহানপুরে হালচাষি ট্রাক্টর ড্রাইভার ও সুপারভাইজার দুই জনকে মারপিটে জখম করা হয়েছে বলে এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়াহয়। অভিযোগ কারী আঃ মালেক(৩৩) পিতা মুত্য খেদু মোল্লা রেফাইতপুর দৌলতপুর জেলা কুষ্টিয়া। বর্তমান শাজাহানপুর উপজেলার টেংগামাগুর সাগরিকা ফিলিং ষ্টেশনে রাত্রে থাকি এবং সেখন থেকে মানুষকে হালচাষ করিয়ে দিই। গতকাল শুক্রবার ৩ই জুলাই সকাল ৮টার দিকে খরনা ইউনিয়নের বাহারাম বাদশার জমি চাষ করে ৩টার দিকে টেংগামাগুর ফিরার পথে খরনা পল্লি বিদ্যুৎ অফিসের সামনে রাস্তার সাইডে বাবলু মিয়া(৫৫)ও তাইমুল ইসলাম(২৫) বাবা ছেলে এবং মুনছুর হোসেনসহ হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এবং কাছেথাকা বিশ হাজার (২০,০০০) টাকা ছিনিয়ে নিয়ে দ্রত্রু সেখান থেকে চলে যায় নিজ গ্রাম চন্ডিবরে। আমি ও আমার ড্রাইভার জমির আইল নষ্ট হয়েছে বলে ক্ষতি পূরুণ দিতেও চেয়েছি তার পরও মেরেছে। আমরা নিজেদের রুটি রুজির জন্য গ্রাম থেকে এসেছি অন্য আর এক গ্রামে মানুষের হালচাষ করতে ।
পরবতির্তে আলহাজ্জ বাবলু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি মিথ্যা ভিত্তিহীন আমরা কারো গায়ে হাত দেয়নি টাকাও নেয়নি। আমাদের হয়রানি করার জন্য কেউ এরকম করছে। বানোয়াট এক ধরনের গল্প।
অভিযোগ তদন্তকারী অফিসার এসআই ওহিদ্দুজ্জামান জানান,অভিযোগ পেয়েছি হাতে তদন্ত সার্পেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।