মাস্ক পড়ুন সুরক্ষিত থাকুন এই শ্লোগানকে সামনে রেখে ইয়ামাহা রাইডার্স ক্লাব বগুড়া নামে একটি বাইকিং সংগঠন বগুড়া সাতমাথায় তিন শতাধিক মাস্ক বিতরণ করেন।
উক্ত মাস্ক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, উত্তরা বাইক সেন্টারে কর্নধর আবু মোত্তালিব মানিক, ইয়ামাহা রাইডারস ক্লাব বগুড়ার ওয়ারিয়র্স নাঈম ইসলাম সহ ইয়ামাহা রাইডারস ক্লাব বগুড়ার সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য ইয়ামাহা রাইডারস ক্লাব বগুড়ায় সব সময় সামাজিক সচেতনতা মূলক কাজ করে থাকে, এর আগে গত ০২/০৬/২০২০ তারিখে ১০০ জন মানুষের ১ বেলার খাবার বিতরণ করে এবং গত ২৬/০৬/২০২০ তারিখে ১২০ জন মানুষের ১বেলার খাবার বিতরণ করে।