গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নে আল আমিন মেম্বরের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে । যৌন নিপিড়নের ভুক্তভোগী ওই নারীর অভিযোগের পেক্ষিতে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিন (৪০)কে ০৯/০৭/২০২০ বিকালে আটক করেছে সাদুল্লাপুর থানা পুলিশ। আল আমিন গয়েশপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। এজাহার সুত্রে জানা যায়- আল আমিন ও মনজু মিয়া জামালপুর ইউনিয়ন পরিদের সদস্য হওয়ার সুবাদে উভয়ের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। মনজুর বাড়িতে যাওয়া আসা করে আল আমিন।সু কৌশলে মনজুর মোবাইল হতে স্ত্রীর মোবাইল নম্বর নেন। এরপর সময় অসময়ে ফোন করে বিরক্ত করেন তাকে। বাড়ি ফাঁকা পাওয়ার আশায় সুযোগ খুঁজতে থাকেন আল আমিন। এরই ধারাবাহিকতায় গত ০৯/০৭/২০২০ আনুমানিক বিকাল ৩.০০ টায় মনজু মিয়ার অনুপস্থিতিতে ভুক্তভোগী ওই নারী নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় আল আমিন চোরের বেশে লুকিয়ে ঘরে প্রবেশ করে শরীরের হাত দিলে সে চিৎকার করে তখন আল আমিন দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়। এরপর তার স্বামী মনজুকে ফোন কর সব ঘটনা বলেন। মনজু ও তার স্ত্রী সাদুল্লাপুর থানায় গিয়ে আল আমিনের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগ দায়ের করেন। জামালপুর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম বলেন – যৌন নিপিড়ন একটি জঘন্য নিকৃষ্ট কাজ।এটি সবাই করতে পারে না। লম্পট দূঃষ্কৃতিকারীরা এই কাজটি করে থাকে। আল আমিন এর আগেও যৌন নিপিড়নের ঘটনা ঘটাইছে। এই লম্পট দূঃষ্কৃতিকারীদের কঠিন শাস্তি হওয়া দরকার। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন- আল আমিনের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগ পাওয়ার পরই তাকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় আল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।