বগুড়ার শাজাহানপুরে দেশমা-জামাটা কাঁচা সড়কটি বেহাল দশা জনগনের দূর্ভোগ এড়াতে পরিদর্শন করেন খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন।আজ শুক্রবার (১০ই জুলাই) বিকেলে খরনা ইউনিয়নের দেশমা-জামাটা মাটির কাঁচা সড়ক পরিদর্শন করেন। এলাকাবাসী অনেকেই জানান, র্দীঘদিন বৃষ্টির কারনে ছোট-বড় অনেক গর্তে সৃষ্টি হয়ে কাঁদা মটিতে একাকার হয়ে পড়ে। ঘন বর্ষার সময় পানি আর কাঁদায় শিশু এবং বয়স্কদের জন্য অত্যান্ত ঝুঁকিপুর্ন হয়ে পড়ে এ সড়কটি। এবিষয়ে চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন বলেন, রাস্তাটিতে চলাচলের উপযোগি করে মানুষের দুর্ভোগ এড়াতে সড়কটি বিভিন্ন স্থানে যেখানে বেশি কাঁদার সৃষ্টি হয় সেখানে ইটের গুড়ি ফেলে মেরামতের জন্য তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।এব্যাপারে শাজাহানপুর উপজেলা প্রধান প্রকৌশলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।