Logo




গাইবান্ধায় দ্বিতীয় দফায় আবারও বন্যা

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
আপডেট করা হয়েছে : সোমবার, ১৩ জুলাই, ২০২০

 গাইবান্ধায় নদনদীগুলোতে দ্বিতীয় দফায় আবারও পানি বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়িঢলে ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘটসহ সব গুলো নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। সোমবার দুপুর ১২ টার পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ি ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ৩৭ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নিম্নাঞ্চল গুলোতে নতুন করে পানি প্রবেশ করে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধ, উচ্চ স্থান ও বিভিন্ন স্কুলে আশ্রয় নেয়া লোকজন বাড়িতে ফিরতে শুরু করলেও নতুন করে পানি বাড়ায় আবারও নিরাপদ স্থানে ফিরে যাচ্ছেন তারা। ফলে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকাগুলোর মানুষ আবারো শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গো-খাদ্যের সংকটে পড়েছে। বন্যায় কর্মহীন হওয়ার শ্রমজীবি মানুষগুলোর মধ্যে খাদ্য সংকট দেখা দিচ্ছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com