বগুড়ায় আওয়ামী লীগেী প্রার্থী সাহাদারা মান্নান ১লাখ ৪৫হাজার ৯ শ ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র পেয়েছে১২১২ ভোট।
আওয়ামী লীগের সংসদ সদস্য, সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ১৮ জানুয়ারী মারা যায়। পরে ওই আসনের উপনির্বাচন ঘোষনা করে নির্বাচন কমিশন। প্রার্থী হন আওয়ামীলীগের মান্নান পত্নী সাহাদারা মান্নান ( নৌকা), একেএম আহসানুল তৈয়ব জাকির ( ধানের শীষ) জাতীয় পার্টির মোকছেূুল আলম( লাঙ্গল), মোঃ রনি ( বাঘ), নজরুল ইসলাম( বটগাছ), ইয়াসির রহমতুল্লা( ট্রাক) করোনার কারনে
নির্বাচন স্হগীত করা হয়।
পরে নির্বাচন কমিশন ১৪ জুলাই নির্বাচন ঘোষনা করলে বিএনপি নির্বাচন থেকে সরে দাড়ায়।
রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মন্নানের জয়লাভ নিশ্চিত করে তিনি বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্টিত হয়। তিনি আরো জানান, সাহাদারা মান্নান..১লাখ ৪৫ হাজার ৯শ ৫৬ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্ন্দি স্বতন্ত্র প্রার্ী পেয়েছে ১২শ ১২ভোট।