Logo




গাইবান্ধার সুন্দরগঞ্জের পৌর মেয়রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
আপডেট করা হয়েছে : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল-মামুন ও পৌর গার্ডের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের বাহিড়গোলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌরসভা কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে ও প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লবের আহবানে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তৃতা দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, আওয়ামী লীগ নেতা শাহ সুলতান, প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব, কাউন্সিলর সামিউল ইসলাম, মহাম্মদ আলী, পৌর সহকারি প্রকৌশলী মেহেদুল ইসলাম, সচিব একে মাজহারুল আনোয়ার, লাইসেন্স পরিদর্শক আরিফুর রহমান, পৌরসভা কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোখলেছুর রহমান মোখলেছ ও স্থানীয় ব্যাবসায়ি জীম প্রমূখ। থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান, এ ঘটনায় আমিনুল ইসলাম নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে এবং এ বিষয়টাকে কেউ যেন ভিন্ন খাতে পরিচালনা না করতে পারে সে দিকটাও খেয়াল রাখা হচ্ছে। উল্লেখ, গতকাল মঙ্গলবার বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডে ড্রেন নিমার্ণ কাজ পরিদর্শনে যান মেয়র আব্দুল্লাহ আল-মামুন। এসময় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় আহত হন তিনি।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com