Logo




টিম ডিবি বগুড়া কর্তৃক ০২টি চোরাই গরুসহ ট্রাক সহ আন্তঃজেলা গরুচোরের ০৫ সদস্য আটক

এস আই সুমনঃ স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : সোমবার, ২৭ জুলাই, ২০২০

 বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা বিভাগ(ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার অভিযানে ০২টি চোরাই গরু ও আন্তঃজেলা গরু চোর দলের ০৫ চোরসহ চোরাই গরু বহনকারী ট্রাক আটক করা হয়েছে। অদ্য ইং-২৭/০৭/২০২০ তারিখ ভোর রাত্রি ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন তিনমাথা রেলগেট সংলগ্ন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মেইন গেটের সামনে নন্দীগ্রাম হইতে চারমাথার দিকে আসা একটি ট্রাকে(যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৩৮, ইঞ্জিন নং B591451041L63407806, চেসিস নং MAT395020E2R13837) অভিযান চালিয়ে দুইটি দেশীয় জাতের চোরাই বকনা গরুসহ চোরদলের ০৫ সদস্য যথাক্রমে ১. মোঃ মাসুদ মিয়া (৪৩), পিতা মোঃ মোখলেছার রহমান, ২.মোঃ আঃ মজিদ (৫৮), পিতা মৃত মকবুল হোসেন মিয়া, উভয় সাং মোলামগাড়ী (মোলামগাড়ীহাট), ৩. মোঃ আব্দুল আলিম (৪৩), পিতা মৃত বেলায়েত হোসেন, সাং পাঁচগ্রাম পশ্চিম পাড়া, ৪. মোঃ সেলিম মিয়া (২৪), পিতা মোঃ আক্কাস আলী, সাং নান্দাইল দীঘি, সর্বথানা কালাই, জেলা জয়পুরহাট, ৫. মোঃ মনোয়ার হোসেন (২৮), পিতা মোঃ রুস্তম আলী, সাং আটমুল (দক্ষিণ হিন্দুপাড়া), থানা শিবগঞ্জ জেলা-বগুড়াদেরকে আটক করা হয়। এ সংক্রান্তে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত ট্রাক ও গরুগুলি ডিবি বগুড়ার হেফাজতে রয়েছে বলে জানান ডিবির অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী পিপিএম।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com