Logo




বন্যার্তদের মানবিক এবং স্বাস্থ্যগত প্যাকেজ সহায়তায় ,,,এসকেএস ফাউন্ডেশন

 মোকছেদ আলী স্টাফ রিপোর্টার:গাইবান্ধায়
আপডেট করা হয়েছে : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

বেসরকারি প্রতিষ্ঠান এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আজ দুপুরে কামারজানি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্টার্ট ফান্ড বাংলাদেশ এর আর্থিক সহায়তায় ২৫০টি দরিদ্র  আয়ের এবং বন্যা কবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক সহায়তা হিসেবে নগদ ৩ হাজার টাকা এবং স্বাস্থ্য প্যাকেজ হিসেবে সাবান ১০টি, ট্যাপসহ বালতি-১টি, মগ-১টি, ডিটারজেন্ট পাউডার-১ কেজি, নারীদের মাসিক ব্যবস্থাপনার জন্য পূণঃ ব্যবহারযোগ্য স্যানিটারী কাপড়, স্যার্জিক্যাল মাস্ক ১ বক্স বিতরণ করা হয়। এসময় কোভিড-১৯ ও বন্যা সচেতনতামূলক বার্তা সংবলিত ১টি লিফলেট বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবীর খান, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা এ, কে, এম, ইদ্রিশ আলী,প্রকল্প সমন্বয়কারী মো. আশরাফুল আলম প্রমুখ। জেলার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর এবং ফুলছড়ি উপজেলার ১০টি ইউনিয়নে পর্যায়ক্রমে আড়াই হাজার পরিবারের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও ঈদের পরে গবাদি প্রাণীর খাবার বিতরণ, ক্ষুদ্র আকারে দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রম হিসেবে রাস্তা মেরামত, সাঁকো নির্মাণ, স্বাস্থ্য ক্যাম্প আয়োজন, জরুরী রোগী পরিবহনে নৌকা সহায়তা, টয়েলেট স্থাপন, নলকুপের পানি জীবানুমুক্ত করণসহ বিভিন্ন কর্মসূচি এই প্রকল্পের মাধ্যম্যে বাস্তবায়ন করা হবে। 

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com