বগুড়ার শাজাহানপুর উপজেলার গ্রামীণ জনপদের বেহাল দশায় এগিঁয়ে আসেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা।
উপজেলা খরনা ইউনিয়নের কলমাচাঁপড় গ্রামের কাঁচা সড়কটি এবছর অতিরিক্ত বৃষ্টির কারনে পানি জমে গর্তে সৃষ্টি হয়েছে। চলাচলে আটকে যাচ্ছে ছোট ছোট যানবাহন। জনগনের দূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এসড়কটি। ৩১জুলাই(শুক্রবার) সকাল ৮টার সময় গ্রামের ছেলেদের ডেঁকে নিয়ে সবার সঙ্গে কাঁধেকাঁধ মিলিয়ে ইটের খোয়া দিয়ে মেরামত কাজ শুরু করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান।
স্থানীয়দের মাঝে আনেকে জানান, লালকাঁদাময় সড়কটিতে যাতাযাত করতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয়। পথচারীদের দূর্ভোগের পাশাপাশি শঙ্কায় পড়ছে ব্যবসা বাণিজ্য। সড়কটির দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করেন তারা।