Logo




বগুড়ার শাজাহানপুরে বন্যার পানি বৃদ্ধিতে সনদাই ব্রিজে মানুষের ঢল

দুলাল হোসেন,শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

বগুড়ার শাজাহানপুরে বন্যার পানিবৃদ্ধি পাওয়াই আমরুল ইউনিয়নের গবিন্দপুর বাজার সংলগ্ন সনদাই ব্রিজে মানুষের ঢল।ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে এলাকার লোকজন ও দুর-দুরান্ত থেকে ছুটে আসছে ভ্রমন পিপাসু ছেলে-মেয়েরা। দুপুর পর থেকেই এখানে লোকজন আসতে শুরু করে বিকেল বেলা মনে হয় এ যেন পর্যটন কেন্দ্র বা মিনি কক্রবাজার। গড়ে উঠছে ছোট ছোট দোকানি বিক্রয় করছে চা-পান এবং ঠান্ডা জাতীয় কমল পানীয়।নৌকা নিয়ে পানিতে ভাসছেন কপোত-কপোতিরা। প্রতিদিন বিকেলে রাস্তাটি যেন পরিনত হয় বিনোদন স্পটে। চারিদিকে তাঁকালে মনে হয় সাদা আর সাদা থৈথৈ পানি।
দুলাল হোসেন

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com