বগুড়ার শাজাহানপুরে বন্যার পানিবৃদ্ধি পাওয়াই আমরুল ইউনিয়নের গবিন্দপুর বাজার সংলগ্ন সনদাই ব্রিজে মানুষের ঢল।ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে এলাকার লোকজন ও দুর-দুরান্ত থেকে ছুটে আসছে ভ্রমন পিপাসু ছেলে-মেয়েরা। দুপুর পর থেকেই এখানে লোকজন আসতে শুরু করে বিকেল বেলা মনে হয় এ যেন পর্যটন কেন্দ্র বা মিনি কক্রবাজার। গড়ে উঠছে ছোট ছোট দোকানি বিক্রয় করছে চা-পান এবং ঠান্ডা জাতীয় কমল পানীয়।নৌকা নিয়ে পানিতে ভাসছেন কপোত-কপোতিরা। প্রতিদিন বিকেলে রাস্তাটি যেন পরিনত হয় বিনোদন স্পটে। চারিদিকে তাঁকালে মনে হয় সাদা আর সাদা থৈথৈ পানি।
দুলাল হোসেন